শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

শালবনের মধ্যে প্রেমিককে বেঁধে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৩৬ Time View

দিনাজপুরের নবাবগঞ্জ আশুরার বিল জাতীয় উদ্যানে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে এক কলেজছাত্রী তরুণী। গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে ধর্ষণকারী ওই যুবকসহ তার চার সহযোগীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এদের মধ্যে একজন পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শগুনখোলা গ্রামের শরিয়ত হোসেনের ছেলে শাহিনুর ইসলাম (৩০), মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আজিজ ওরফে আজিম (৩১), ফতেহপুর মাড়াস গ্রামের আব্দুল মতিনের ছেলে সাজেদুর ইসলাম (২০), আবু তাহেরের ছেলে শাহারুল ইসলাম (২১)। পলাতক রয়েছে শওগুন খোলা গ্রামের খলিলের ছেলে রেজওয়ান (২০)।

জানা যায়, গত সাত মাস আগে একটি অনুষ্ঠানে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার ওই তরুণীর সাথে নবাবগঞ্জ উপজলের রামভদ্রপুর গ্রামের রিয়াজুল করিমের সাথে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল সোমবার বিকেলে ওই তরুণী রিয়াজুলের সঙ্গে নবাবগঞ্জের

আশুড়ার বিলে দেখা করতে আসেন। এ সময় শাহিনুরের নেতৃত্বে ৫ যুবক রিয়াজুল এবং তার প্রেমিকাকে আটক করে মারধর করে সাথে থাকা টাকা কেড়ে নেন। তাদের কাছে মাত্র ৫২০ টাকা পান তারা। এ সময় যুবকেরা ক্ষিপ্ত হয়ে রিয়াজুলকে অন্যের মাধ্যমে তাদের কাছে বিকাশের মাধ্যমে টাকা

দিতে বলেন। এ সময় রিয়াজুল বিকাশ করার কথা বলে নবাবগঞ্জের এক ছাত্রলীগের নেতাকে ঘটনাটি খুলে বলেন। ছাত্রলীগ নেতাকে ফোন করাতে শাহিনুর চরম ক্ষিপ্ত হন। এ সময় আজিম, সাজেদুর, শাহারুল এবং রেজওয়ান বিলের সাথের শালবনের গভীরে নিয়ে রিয়াজুলকে আটকে রাখে।

শাহিনুর ওই তরুণীকে বনের মধ্যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে শাহিনুর ওই তরুণীকে নবাবগঞ্জ বিরামপুর সড়কে রেখে আসে। এ সময় সুযোগ বুঝে রিয়াজুল দৌড়ে এসে আশুড়া বিল পরিচালনা কমিটিকে ঘটনাটি খুলে বলেন। আশুড়া বিল পরিচালনা কমিটির লোকজন পুলিশকে অবহিত

করেন। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামছুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ওসি অশোক কুমার চৌহানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শাহিনুর, আজিম, সাজেদুর এবং শাহারুলকে গ্রেপ্তার করে। রেজওয়ান পালিয়ে যায়। ওসি অশোক কুমার চৌহান জানান, ‘গ্রেপ্তারকৃত বখাটেরা

পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। পলাতক রেজওয়ানকে গ্রেপ্তারে অভিযান চলছে। আজ মঙ্গলবার তরুণীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুরে এম আব্দর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin