সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

রাতেই পদত্যাগ করছে লেবানন সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২৯৯ Time View

অবশেষে প্রবল আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ছেন লেবানন সরকার। দেশটির সরকারের এক সূত্রের বরাতে সিএনএন-এর খবরে বলা হয়েছে, সোমবার (১০ আগস্ট) যে কোনো সময় পদত্যাগ করবেন লেবানন সরকার প্রধান। রাজধানী বৈরুতের গুদামে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা,

অর্থনৈতিক সঙ্কট, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার কারণেই সরকার পদত্যাগ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের একজন শীর্ষ সরকারি কর্মকর্তার সূত্রে সিএনএন আরও জানিয়েছে, তার বিশ্বাস স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) রাতের মধ্যেই বর্তমান ক্ষমতাসীন সরকার

পদত্যাগ করবেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। লেবানন গত এক দশক ধরে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জড়িত। এর মধ্যে করোনা ভাইরাসের থাবায়ও নাজেহাল অবস্থা।

মুদ্রার মান তলানিতে ঠেকায় বহু বিদেশি শ্রমিক লেবানন ছাড়তে বাধ্য হয়েছেন। দীর্ঘদিনের সমস্যার সঙ্গে বৈরুতের বিস্ফোরণ সঙ্কট আরও প্রবল করেছে। এমন পরিস্থিতিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ।

বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীর হামলায় রণক্ষেত্র রাজধানী। গ্রেফতার করা হয়েছে প্রায় ৩ হাজার মানুষ গেল ৪ আগস্ট লেবাননের বন্দরের গুদামে বিস্ফোরণে ২২০ জনের মতো প্রাণ হারিয়েছেন।

এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। আহত হয়েছেন অনেকে। এ অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করলে আগামী এক বছরের মধ্যে নতুন প্রধানমন্ত্রী খুঁজে নিতে হবে লেবাননবাসীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin