শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

অবশেষে মেজর সিনহা প্রসঙ্গে মুখ খুললেন ইলিয়াস কোবরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২৮০ Time View

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহা গেল ৩১ জুলাই হত্যাকাণ্ডের শিকার হন। আর এই হত্যাকাণ্ডে অন্যতম আসামি ওসি প্রদীপ কুমারের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকার তথ্য। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে চলচ্চিত্রের খলনায়ক ইলিয়াস কোবরার দিকে। তবে তিনি বিষয়টি একেবারে গুজব, ভিত্তিহীন বলে দাবি করেন বেসরকারি একটি টিভি চ্যানেলের কাছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চলচ্চিত্রের ফাইটিং গ্রুপ পরিচালনাকারী ইলিয়াস কোবরার আমন্ত্রণ পুরোপুরি এড়িয়ে যেতে পারেননি মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। কিন্তু এমন অভিযোগ অস্বীকার করেন খল অভিনেতা কোবরা।

মেজর সিনহা সম্পর্কে ইলিয়াস কোবরা বরেন, ‘আমি জানতামই না যে মেজর সিনহা নামে কেউ আছে। গণমাধ্যমে যখন খবর আসে তখন আমি মেজর সিনহা সম্পর্কে জানতে পারি।’ অন্যদিকে, ইলিয়াস কোবরা এসআই লিয়াকতের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত বলেও অভিযোগ উঠেছে।

তবে বিষয়টি ভিত্তিহীন উল্লেখ করে কোবরা বলেন, ‘আমি নিজেই মাদকের বিরুদ্ধে কাজ করি। মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য আমার সংগঠন আছে। মাদক নিয়ে আমি বিভিন্ন অনুষ্ঠানে শিল্পী হিসেবে এর ভয়াবহতা তুলে ধরি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য তিনি আইনি ব্যবস্থা নিবেন বলেও জানান।

উল্লেখ্য, ১৯৮৭ সালে সোহেল রানা পরিচালিত মারুক শাহ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ইলিয়াস কোবরার অভিষেক ঘটে। চলচ্চিত্রে আসার আগে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র চালাতেন। তিনি প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ২০০০ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin