বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

ক্রিকেটারদের পারিশ্রমিক, বিপিএলের ওপর নজরদারির দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ২৩৮ Time View

বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেট। ক্রিকেট বিশ্বের বড় বড় তারকাদের এক মঞ্চে দেখার সৌভাগ্য হয় এই দেশের ক্রিকেটপ্রেমীদের। জৌলুশ বাড়াতে আয়োজকদের প্রচেষ্টারও কম থাকে না। তবে এই আসরেই নাকি আন্তর্জাতিক ক্রিকেটাররা ঠিকমতো পারিশ্রমিক পান

না। এমন অভিযোগে এবার আসরটির ওপর নজরদারির জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের একটি সংগঠন। কেবল বিপিএল নয়, ছয়টি বিদেশী ক্রিকেট লিগে খেলোয়াড়দের পারিশ্রমিক পূরণে আইসিসির তদারকি করা উচিত বলে মনে করে ফেডারেশন অব

ক্রিকেটারস অ্যাসোসিয়েশন বা ফিকা। এ তালিকায় আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে কেবল বিপিএলের নাম। দ্রুতই সমস্যাটির সমাধান করার পদক্ষেপ নেয়ার জন্য আইসিসিকে একটি তালিকা দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাপী চলমান ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলো জনপ্রিয়তা পেয়েছে। সেখানে

কাঁড়ি কাঁড়ি টাকাও ঢালা হচ্ছে। জৌলুস আনতে ভেড়ানো হচ্ছে বিশ্বের নামিদামি সব ক্রিকেটারকে। তবে অবাক করার মত বিষয় হচ্ছে, এসব ফ্রাঞ্চাইজি লিগে খেলা তিনভাগের একভাগ ক্রিকেটারই নাকি ঠিকমতো পারিশ্রমিক পাননা অথবা দেরিতে পারিশ্রমিক পান! খেলোয়াড়দের বার্ষিক

প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। পুরো পারিশ্রমিক আদায় করতে বেশ বেগ পেতে হয় বলেও জানিয়েছেন এসব লিগে খেলা ক্রিকেটাররা। এবার আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ‘ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশন-ফিকা পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক

পূরণে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির তাদারকি চেয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ৬টি লিগে পারিশ্রমিকজনিত সমস্যায় পড়েছেন খেলোয়াড়রা। এ তালিকায় আইসিসি পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে শুধুমাত্র বিপিএলের নাম। এছাড়া অন্য ৫টি টুর্নামেন্ট হলো,

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, আবুধাবি টি-টেন, ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম, কাতার টি-টেন এবং মাস্টার চ্যাম্পিয়নস লিগ। পারিশ্রমিকের এই সমস্যা সমাধানে আইসিসিকে তাগাদা দিয়েছে ফিকা। ক্রিকেটারদের স্বার্থরক্ষাবিষয়ক এ সংগঠনটি এবার পারিশ্রমিকের এই সমস্যাকে হালকাভাবে ছেড়ে

দিচ্ছে না। দ্রুতই ইতিবাচক কোনো সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা। ফিকার প্রধান নির্বাহী টম মোফাত বলেন, খেলোয়াড়রা শুধু মনের খোরাক মেটাতেই খেলেন না। তাদের জীবনও চালাতে হয়। অতি দ্রুত খেলোয়াড়দের চুক্তি লঙ্ঘন ও পারিশ্রমিক না দেয়ার বিষয়গুলো চিহ্নিত করতে হবে। এ বিষয়ে আইসিসিকেই যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আমরা তাগিদ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin