শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

বিশ্বের স্বাভাবিক ছন্দে ফেরার কোনো সম্ভাবনা নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩১৯ Time View

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। করোনা মহামারির পরবর্তী পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস জানান, আগের মতো স্বাভাবিক ছন্দে ফেরার কোনো

সম্ভাবনাই অদূর ভবিষ্যতে নেই! উল্টে যদি সমস্ত স্বাস্থ্যবিধি ঠিক মতো মেনে চলা না হয়, সে ক্ষেত্রে সমস্যা আরো বাড়বে বলেই জানিয়েছেন তিনি। তিনি বলেন, ছয় মাস ধরে বিশ্ব করোনার সঙ্গে লড়াই করছে। কিন্তু ছয় মাস পরেও কয়েকটি দেশে করোনা যে হারে ছড়াচ্ছে,

তাতে আরও ভয়াবহ পরিস্থিতির দিকেই এগোচ্ছে পুরো বিশ্ব। বিশ্বের সামগ্রিক করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। আমেরিকা আর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে।

কিছুটা অভিযোগের সুরে টেডরোস আধানম গেব্রেয়িসাস বলেন, করোনা মোকাবিলার ক্ষেত্রে বেশ কয়েকটি দেশ ভুল পথেই এগোচ্ছে। সংক্রমণ রুখতে যদি ন্যূনতম বিধিনিষেধ না মানা হয়, সেক্ষেত্রে পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাবে, সেটাই স্বাভাবিক!

এদিকে এই মুহূর্তে স্কুল, কলেজ না খোলার অনুরোধ জানিয়েছে ডব্লিউএইচও’র মহাপরিচালক। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল, কলেজ খোলা যাবে। তিনি জানান, আমেরিকার বেশ কিছু জায়গায় নতুন করে লকডাউন চালু করার প্রয়োজন।

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৩৭ লাখে পৌঁছেছে। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৯৭৪ জনের। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin