বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়ালো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৯৯৮ Time View

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। শুক্রবার (২ আগস্ট) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ২১ হাজার ২৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় (১ আগস্ট সকাল ৮টা থেকে ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) রাজধানীসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ১,৬৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ৩১ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১, ৭১২জন, ৩০ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৭ জন, ২৯ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ৬০টি জেলার হাসপাতালগুলোয় ১ হাজার ৩৫ জন, ২৮ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৫০ জেলায় ১ হাজার ৯৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্ত ১,৬৮৭ জন নিয়ে এ বছর (২ আগস্ট পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ২১ হাজার ২৩৫ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৫৮২ জন।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নতুন আক্রান্ত ১,৬৮৭ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন, মিটফোর্ড হাসপাতালে ৩৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩৩ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩১ জন, বারডেম হাসপাতালে ১৭ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৯ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৪ জন, বিজিবি হাসপাতালে ৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

একই সময়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, ইবনে সিনা হাসপাতালে ১৯ জন, স্কয়ার হাসপাতালে ১১ জন, কমফোর্ট নার্সিংয়ে ৯ জন, শমরিতা হাসপাতালে ২১ জন, ল্যাবএইডে ৪ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৮ জন, হাই কেয়ার হাসপাতালে ১৮ জন, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ৯ জন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২২ জন, ইউনাইটেড হাসপাতালে ১২ জন, খিদমাহ হাসপাতালে ৫ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, অ্যাপোলো হাসপাতালে ১৪ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, বিআরবি হাসপাতালে ৪ জন, আজগর আলী হাসপাতালে ২০ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৮ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৭ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, আনোয়ার খান মর্ডান মেডিকেলে ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টাতেই ঢাকা বিভাগে (শহর ব্যতীত) ১৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১১৯ জন, খুলনা বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, সিলেট বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ৭৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ১৪ জনের মারা যাওয়ার তথ্য সরকারিভাবে বলা হলেও বিভিন্ন গণমাধ্যমসহ নানা সূত্র বলছে এই সংখ্যা ৪০ জনেরও বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin