শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

চীন সাগরে অবস্থানরত মার্কিন রণতরী ধ্বংসের হুমকি চীনের!

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৩৯ Time View

দক্ষিণ চীন সাগরের পুরোটাই ঘিরে রেখেছে চীনা সেনারা৷ সেখানে কোনও মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের গতিবিধি চীনের ইচ্ছের ওপর নির্ভরশীল৷ চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস এক টুইট বার্তায় আমেরিকাকে হুমকি দিয়ে এমনই দাবি করেছিল৷

আর চীনের এই চোখরাঙানিকে কার্যত আমলই দিল না মার্কিন নৌসেনা৷ পাল্টা টুইট বার্তায় তারা বলেছে, এখনও দক্ষিণ চীন সাগরে দু’টি মার্কিন রণতরী রয়েছে৷ তাদের ভয়ে ওই যুদ্ধজাহাজগুলি প্রত্যাহারের কোনও সম্ভাবনাই নেই বলেও জানিয়ে দিয়েছে মার্কিন নৌসেনা দক্ষিণ চীন সাগরে পরমাণু জ্বালানিতে চলা

যুদ্ধবিমান বহনে সক্ষম দু’টি রণতরী মোতায়েন করেছে আমেরিকা৷ সেখানেই সামরিক মহড়া চালাচ্ছে মার্কিন নৌবাহিনী৷ এর পরই গত রোববার গ্লোবাল টাইমস-এর মাধ্যমে মার্কিন নৌবাহিনীকে হুমকি দেয় চীনা সেনা৷

দাবি করা হয়, DF-21D এবং DF-26-এর মতো অ্যান্টি এয়ারক্র্যাফ্ট কেরিয়ার কিলার মিসাইলের নাগালের মধ্যেই রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ দু’টি৷ চাইলেই চীন মার্কিন রণতরীগুলিকে ধ্বংস করতে পারে বলেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেয়৷ যদিও তাদের এই দাবিতে বিশেষ আমল

দেয়নি মার্কিন নৌবাহিনী গ্লোবাল টাইমস-এর টুইটের জবাবে তারা জানায়, তাদের দু’টি রণতরী USS Nimitz এবং USS RonaldReagan এখনও দক্ষিণ চিন সাগরেই রয়েছে৷ সেখান থেকে সরে আসারও কোনও পরিকল্পনা নেই৷

এদিকে আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেখানে চীনের দখলদারিত্ব মানতে নারাজ যুক্তরাষ্ট্র৷ তাই দক্ষিণ চীন সাগরে নিজেদের রণতরী পাঠিয়ে চিনের উপরে চাপ বাড়াচ্ছে তারা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin