রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন

হঠাৎ পাক সীমান্তে ভারতের ২৫ হাজার সেনা মোতায়েন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ১২৩১ Time View

জম্মু-কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব আজকের না। ভারত পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এই এলাকা ঘিরে চলছে দুটি পারমাণবিক শক্তিধর দেশের দ্বন্দ্ব। এদিকে, ২০০৩ সাল থেকে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। অঞ্চলটিতে ক্রমাগত অস্থিশীলতায় বিভিন্ন উগ্রপন্থীদের উত্থান ঘটছে বলে দাবি করা হচ্ছে।

দুই দেশের নজিরবিহীন উত্তেজনার মধ্যে পাকিস্তান সীমান্তে ২৫ হাজার নতুন সেনা সদস্য মোতায়েন করেছে ভারত। সরকারি কর্মকর্তাদের বরাতে স্থানীয় পত্রিকাগুলোর খবরে এমন তথ্য পাওয়া গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘স্পুটনিক নিউজ’-এ প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে।

রাজস্থান ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে এসব সেনা মোতায়েন করা হয়েছে। গত ৩১ জুলাই ইসলামাবাদে ভারতীয় দূতকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সেক্টরে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতির লঙ্ঘন করেছে বলে প্রতিবাদ জানানো হয়েছে।

গত ৩০ জুলাই সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর গোলাবিনিময়ে অন্তত তিন সেনা নিহত হয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে স্থানীয় এক তরুণের আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ওই হামলার দায় স্বীকার করেছে। ফেব্রুয়ারিতেই পাকিস্তানে বোমা হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী।

পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে বাকযুদ্ধের পাশাপাশি সাময়িক আকাশযুদ্ধে এক ভারতীয়  বিমানবাহিনীর পাইলট অভিনন্দন পাকিস্তানে আটক হন।  যদিও পরে শান্তির নিদর্শন হিসেবে তাকে ফেরত পাঠান পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin