শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

অনলাইন এডিটরস কাউন্সিল কেন্দ্রীয় কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৪৪ Time View

দেশের অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের সমন্বয়ে “অনলাইন এডিটরস কাউন্সিল” এর কমিটি গঠন করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টালের অধিকার ও সীকৃতি আদায়ের লক্ষ্য নিয়ে, দেশের অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের অন্যতম সংগঠন হিসেবে এ কমিটি গঠন করা হয়। এম এ আহাদ চৌধুরী তুহিন সভাপতি ও ইউসুফ হোসাইন সাধারণ সম্পাদক ও নাজমা সুলতানা নীলা কে সাংগঠনিক সম্পাদকম মনোনীত করে, আজ ৬ জুন শনিবার, রাজধানীর বারিধারায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে, আগামী দু’বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিগত দুই বছর আহ্ববায়ক কমিটি দিয়ে সংগঠনটি নিজেদের কার্যক্রম পরিচালনা করছিল।

অনলাইন এডিটরস কাউন্সিল কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ- ২০২০-২০২১ ইং

১। সভাপতি – এম এ আহাদ চৌধুরী তুহিন (বাংলাদেশ মিরর)
২। কার্যকরী সভাপতি – আবুল কালাম আজাদ (দৈনিক আলোকিত সকাল)
৩। সিনিয়র সহ-সভাপতি – আবদুর রহমান (তৃণমূল বার্তা)
৪। সহ-সভাপতি – মোস্তফা খান (জোনাকি টেলিভিশন)
৫। সহ-সভাপতি – মো. কামরুজ্জামান (ভয়েস অব সাতক্ষীরা)
৬। সাধারণ সম্পাদক – ইউসুফ হোসাইন (বিডি ফিনান্সিয়াল নিউজ ২৪ ডট কম)
৭। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক – নাসির উদ্দিন পাটোয়ারি (বার্তা বাজার)
৮। যুগ্ম সাধরণ সম্পাদক – এস এম উজ্জল হোসেন (সংবাদ প্রকাশ)
৯। যুগ্ম সাধারণ সম্পাদক – এম শাহিন আল আমিন (গণ জয়)
১০। সহ-সাধারণ সম্পাদক – মোক্তাদুল পালোয়ান (বাংলাদেশ সবুজপত্র)
১১। সাংগঠনিক সম্পাদক – নাজমা সুলতানা নীলা (পিপলস নিউজ ২৪ ডট কম )
১২। সহ-সাংগঠনিক সম্পাদক – এস এম জীবন (বার্তা সময়)
১৩। অর্থ সম্পাদক – মিজানুর রহমান (দেশের কাগজ)
১৪। দপ্তর সম্পাদক – খান সেলিম রহমান (দৈনিক মাতৃজগৎ)
১৫। আইন বিষয়ক সম্পাদক – অ্যাড. মনিরুল ইসলাম (ভোলা নিউজ ডট কম )
১৬। প্রচার ও প্রকাশনা সম্পাদক – রাহুল রাজ বিশ^াস (চমক নিউজ ডট কম)
১৭। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক – মেহেদী হাসান (আই ভিশন)
১৮। সমাজসেবা বিষয়ক সম্পাদক – মাসুদুর রহমান ( এম আর নববার্তা ডট কম)
১৯। ধর্ম বিষয়ক সম্পাদক – নাসির উদ্দিন বিপ্লব (সাগর কন্যা নিউজ ডট কম)
২০। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – আশরাফুল ইসলাম (প্রবাসীর দিগন্ত)
২১। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – মেহেদী হাসান (ভোরের আলো)
২২। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক – সোনিয়া দেওয়ান প্রীতি (ঢাকার নিউজ ২৪ ডট কম)
২৩। ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক – কাজী নোমান (ফেয়ার বার্তা)
২৪। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক – ফরাহাদ জাহান (ব্রাইট নিউজ ৯৯ ডট কম)
২৫। পরিবেশ বিষয়ক সম্পাদক – তুহিন ভূইয়াঁ (আলোকিত খবর)
২৬। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – আরিফুল ইসলাম (কালের কলম)

কার্যনির্বাহী সদস্য –
২৭। শিমুল খান (স্বাধীন নিউজ ২৪ ডট কম)
২৮। মাসুদ পারভেজ (সিটিজেন নিউজ ডট কম)
২৯। মাহমুদুল হাসান মোয়াজ্জেম (ক্রাইম নিউজ ডট নেট)
৩০। মাহফুজুর রহমান মন্ডল (বিডি নিয়ালা নিউজ ডট কম)
৩১। এসকে দোয়েল (প্রথম দৃষ্টি ডট কম)
৩২। এস এম বাবু (সমীকরণ ডট কম)
৩৩। রফিকুল হাসান (উচ্চকণ্ঠ ডট কম)
৩৪। সারোয়ার সবুজ (বিডি সময় নিউজ)
৩৫। মামুনুর রহমান(গ্রাম বাংলা ২৪ ডট কম)
৩৬। হাসান আলি তালুকদার (ক্রাইম অনুসন্ধান)
৩৭। সিদ্দিক আল মামুন (আলোকিত সময় ২৪ ডট কম)
৩৮। সামসুর রাহমান সোহেল (প্রতিদিন বাংলাদেশ)
৩৯। ফাতেমা রহমান রুমা (জর্মান বাংলা ২৪ ডট কম)
৪০। আলি হোসেন ( গ্রীন বাংলা ডট কম)
৪১। বাহার মোসলে উদ্দিন (মানব সময়)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin