মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড় নিসর্গ প্রায় তৈরি, আঘাত করবে ৩ জুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৩৭ Time View

আম্পানের ক্ষত সারতে না সারতেই এবার সাগরে সৃষ্টি হচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়৷ তার নাম ‘নিসর্গ’৷ নামটি বাংলাদেশের দেওয়া। ঝড়টি আসছে ৩ জুন গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়তে পারে৷ রোববার (৩১ মে) ভারতের আবহাওয়া অফিসের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপে শনিবার একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে৷ সোমবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে৷ পরের দিন এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, যার নাম নিসর্গ৷

ঘূর্ণিঝড়টি উত্তরের দিকে সরতে শুরু করবে৷ ৩ জুন সন্ধ্যায় নিসর্গ গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলের কাছে পৌঁছাবে৷ এর ফলে ভারতের দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে প্রি-সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে৷ আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় নিসর্গ কতটা ক্ষয়ক্ষতি করতে পারে, তা জানতে আরও একটু সময় লাগবে৷ ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে সেটি ২ জুন সকালের মধ্যে উত্তরে সরবে৷ তারপর আরেকটি বাঁক নিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে ৩ জুন সকালে৷।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin