শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

রাজধানীর কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা কত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৭৭ Time View

মহামারী করোনা ভাইরাসে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। রাজধানীর গেন্ডারিয়া, গুলশান, হাজারীবাগ, মিরপুর, বংশাল, ধানমন্ডি, চকবাজার, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ড, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারিবাজার, উত্তরা ও তেজগাঁও এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। আইইডিসিআরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত রাজধানীর সব থেকে বেশি করোনা ভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুরে (১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগ) মোট ৬৬৩ জন। এরপর মহাখালী ৪০১ জন, মুগদায় ৩১২ জন, যাত্রাবাড়ী ৩৩৯ জন, রাজারবাগে মোট ২১৪ জন, মোহাম্মদপুরে ৩০৯ জন, কাকরাইলে শনাক্ত হয়েছেন ২৯৯ জন।

এছাড়া আদাবরে ৬০ জন, আঁগারগাওয়ে ৮৯ জন, আজিমপুরে ৬৪ জন, বাবুবাজারে ১৬১ জন, বাড্ডায় ১৪৮ জন, বনানীতে ৭৮ জন, বংশালে ১০১ জন, বাসাবোতে ৯৯ জন, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৮ জন, চানখারপুলে ৪৮ জন, চকবাজার ৮১ জন, ডেমরায় ৩৯ জন, ধানমন্ডিতে ১৮৫ জন, ইস্কাটনে ৫৫ জন, ফার্মগেটে ৫০ জন, গেন্ডারিয়ায় ১১৫ জন, গ্রিনরোডে ৫০ জন, গুলশানে ১১১ জন, হাতিরপুলে ৩৪ জন, হাজারীবাগ ৮৩ জন, জুরাইনে ৫৪ জন, কল্যাণপুরে ৪০ জন, কলাবাগানে ৪৫ জন, কামরাঙ্গীরচরে ৫৪ জন, কারওয়ানবাজারে ২৩ জন, খিলগাঁওয়ে ১৫৮ জন, কোতোয়ালিতে ২৯ জন শনাক্ত হয়েছে।

রাজধানীর লালমাটিয়ায় ৪৩ জন, লালবাগে ১৭৩ জন, মালিবাগে ১৩৭ জন, মান্ডায় ৪২ জন, মানিকনগরে ৪৫ জন, মিটফোর্ডে ৪৭ জন, মগবাজারে ২১৫ জন, নারিন্দায় ৪০ জন, নিউমার্কেটে ১৪ জন, নাখালপাড়ায় ৩৭ জন, পান্থপথে ৩০ জন, পল্টনে ৫১ জন, পুরানা পল্টনে ২৭ জন, রামপুরায় ১০৮ জন, রমনায় ৬৮ জন, রাজাবাজারে ৩১ জন, শাহজাহানপুরে ৪১ জন, শাহবাগে ৮৭ জন, শাখারিবাজারে ৩২ জন, শান্তিনগর ৫৮ জন, শ্যামলীতে ৮৬ জন, স্বামীবাগে ৫৮ জন, শেরে-বাংলা নগরে ৫৬ জন, সূত্রাপুরে ৪৯ জন, তেজগাঁওয়ে ২০০ জন, উত্তরায় ২৭১ এবং ওয়ারিতে ১০২ জনসহ প্রায় সব এলাকায়ই কিছু না কিছু রোগী রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin