শনিবার, ১১ মে ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

ভয়ংকর ঢাকা, করোনায় আক্রান্ত ১৪ হাজারের বেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৩২ Time View

দেশে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ১১৬৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫২২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩৬৭৫১জন। আজ মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এদিকে গতকাল সোমবার নাগাদ রাজধানীতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৫ জন।

দেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। এ পর্যন্ত রাজধানীতে রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৫ জন। তবে ঢাকার বাকি উপজেলাগুলো মিলে জেলায় মোট রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯২ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সোমবারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানীর ভেতর সবচেয়ে বেশি রোগী রয়েছে মহাখালী এলাকায়। সেখানে মোট রোগী শনাক্ত হয়েছে ৩৩৭ জন। এরপরে যাত্রাবাড়ীতে শনাক্ত হয়েছে ৩০৭ জন আর কাকরাইলে শনাক্ত হয়েছে ২৯৮ জন। দুইশোর বেশি রোগী পাওয়া গেছে মুগদা (২৯৫) মোহাম্মদপুর (২৮০), রাজারবাগ (২১৩), উত্তরা (২১১) এবং মিরপুরে (২০৭)। এর পরে রয়েছে- মগবাজার (১৯৭), তেজগাঁও (১৭৭), লালবাগ (১৬২), খিলগাঁও (১৫০) ধানমণ্ডি (১৪৯), বাবুবাজার (১৪৩), মালিবাগ (১৩১) এবং বাড্ডায় (১২৭)। ঢাকার পরেই সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে নারায়ণগঞ্জে। এ জেলায় প্রায় ১ হাজার ৮৩৭ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৮৯ জন। এর পরে রয়েছে- মুন্সীগঞ্জ (৬০১), গাজীপুর (৫৯১), কুমিল্লা (৫৬৭), কক্সবাজারে (৪১০), ময়মনসিংহ (৩৯৯), রংপুর (৩৮০) এবং নোয়াখালী (৩৭৮)। সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে মেহেরপুরে ১২ জন। কম রোগী রয়েছে ভোলা (১৪) ও সিরাজগঞ্জেও (১৫)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin