শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

সেনাবাহিনীতে ১০২০ জন ক’রোনায় আ’ক্রান্ত, ১০ জনের মৃ’ত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৪৮ Time View

দেশে ক’রো’না ভা’ইরাসের (কো’ভি’ড-১৯) সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত এক হাজার ২০ জন ক’রো’নায় আ’ক্রান্ত হয়েছেন।

এছাড়া ৯২ জন পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জন আ’ক্রান্ত হয়েছেন। আর মা’রা গেছেন ১০ জন।,

শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জ’নসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

‘বিজ্ঞপ্তিতে বলা হয়, আ’ক্রান্তদের মধ্যে ৯৩৩ জন বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চি’কিৎসাধীন রয়েছেন। ৪২১ জন সু’স্থ হয়ে নিজ নিজ আবাসস্থলে ফিরেছেন। এছাড়া ভর্তি অন্য রোগীরা সু’স্থ আছেন।,

‘আইএসপিআর আরও জানায়, কো’ভি’ড-১৯-এ মৃ’ত্যুবরণকারীদের মধ্যে মধ্যে ৬০ বছরের বেশি বয়স্ক আটজন (অবসরপ্রাপ্ত) এবং দুইজন কর্মরত সে’নাসদস্য প্রত্যেকেই দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অ’সুস্থতায় ভু’গছিলেন।,

‘এ পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর চার ৩৭৫ জন, ৭৭৪ জন পরিবারের সদস্য এবং বেসামরিকসহ অন্যান্য দুই হাজার ২৬১ জন সদস্যের মোট সাত হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রণীত সকল স্বাস্থ্যবিধি মেনে কো’ভিড-১৯ সংক্রমিত রোগীদের সে’নাবাহিনীর প্র’শিক্ষিত চি’কিৎসক দ্বারা সার্বক্ষণিক চি’কিৎসা নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।,

‘বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সকল সদস্য, তাদের পরিবারবর্গ ও অবসরপ্রাপ্ত সদস্যদের কো’ভি’ড-১৯-এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি) সব সিএমএইচে ১৩টি ‘আরটি-

পিসিআর’ মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়া সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ ব্যক্তিগত সু’রক্ষাসামগ্রী (পিপিই), মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ঔষধাদিসহ আনুষঙ্গিক চি’কিৎসা সরঞ্জামাদি মজুত আছে বলে জানায় আইএসপিআর।,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin