শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২২ অপরাহ্ন

এইমাত্র পাওয়া খবর-গভির রাতে রোহিঙ্গা ক্যাম্প আগুনে লন্ড ভন্ড-লাইভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৭৫ Time View

উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্যাম্পে রোহিঙ্গা শরনার্থীদের শতাধিক বাড়িঘর ভস্মীভূত হয়েছে। রোববার (১৭মে) রাত একটার দিকে এই অগ্নিকান্ড সংঘটিত হয়।

কুতুপালং ৫নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) মোঃ ওবায়দুল্লাহ বিষয়টি রাত ২টার দিকে নিশ্চিত করে বলেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে শতাধিক বাড়ি ও এনজিও-র পরিচালিত কিছু স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রাত ২টার দিকেও আগুন জ্বলছে বলে তিনি জানান।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মী মোঃ জলিল জানান, কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ক্যাম্পের অগ্নিকান্ডের স্থলে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও শরনার্থীরা অনেক চেষ্টা করে রাত ২টা ১০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin