রবিবার, ১২ মে ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

পুলিশের ঘোষণা উপেক্ষা করে রাজধানীতে ঢুকছে প্রচুর যানবাহন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৪০ Time View

রোববার (১৭ মে) থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় ডিএমপি। এর ফলে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বাইরে যেতে পারবেন না বলেও জানা যায়। শুধু জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। ডিএমপির নতুন নির্দেশনা অনুযায়ী, এ অবস্থায় যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ কঠোর অবস্থানের ঘোষণা দিলেও এখনও প্রচুর যানবাহন ঢুকছে রাজধানীতে। সেই সঙ্গে ঈদের ৪ দিন আগে বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা থাকায় আগে ভাগেই ঢাকা ছাড়ছে মানুষ।

পুলিশের নির্দেশনা অমান্য করে পায়ে হেঁটেই রাজধানীতে ঢুকছে মানুষ। ঈদে বিনা প্রয়োজনে কউাকে রাজধানী ছাড়তে বা আসতে দেয়া হবে না, এমন কঠোর ঘোষণার পরই যে যেভাবে পারছে ঢাকা ছাড়তে শুরু করেছে। পাশাপাশি রাজধানীতেও বেড়েছে যান চলাচল। তবে পুলিশ বলছে, অপ্রয়োজনীয় ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এর আগে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৮ জন। আর, নতুন আক্রান্ত হিসেবে আরও ১ হাজার ২৭৩ জন শনাক্ত হয়েছেন। একদিনে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট শনাক্ত হলেন ২২,২৬৮ জন। এই ভাইরাসের বিস্তার রোধে সরকার ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে বাসায় থাকায় অনুরোধ জানানো হয়। যা কয়েকদফা বেড়ে ৩০শে মে পর্যন্ত বাড়ে। এর মধ্যে রোজার কারণে ১০ই মে থেকে লকডাউন শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলার সুযোগ দেয়া হয়; স্বাস্থ্যবিধি মেনে মসজিদের নামাজও পড়ার সুযোগ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin