বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

অভিনেতা ঋষি কাপুর আর নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৫৫৯ Time View

ভারতের জাতীয় চলচ্চিত্রে অভিনেতা ঋষি কাপুর মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মৃতুবরণ করেছেন। এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন অভিতাভ বচ্চন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

এর আগে ২৯ এপ্রিল (বুধবার) ভোরে শ্বাসকষ্ট নিয়ে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতলে ভর্তি করা হয়। ২০১৮ সালে থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছিলেন এই অভিনেতা।

ঋষি কাপুর অভিনেতা প্রযোজক এবং পরিচালক হিসাবে বলিউডে সুপরিচিত। ১৯৭০ সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন।

এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে ৪১টি চলচ্চিত্রে সহ-তারকাদের সমন্বয় ছিল। বাকী ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রে তিনি সফলতা পান। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিং এর বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন।

১৯৮০ সালের ২২ জানুয়ারী তারিখে ঋষি কাপুর অভিনেত্রী নীতু সিংকে বিয়ে করেন। ব্যক্তিজীবনে ঋষি কাপুর ২ সন্তানের জনক। অভিনেতা রণবীর কাপুর ও ডিজাইনার রিধিমা কাপুর সাহানির বাবা ঋষি। এছাড়া ঋষি কারিশমা কাপুর এবং কারিনা কাপুর এর চাচা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin