রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

করোনার নতুন ৬ উপসর্গ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৮৩৭ Time View

করোনা আতঙ্কে ভুগছে সারা বিশ্বের মানুষ। এই প্রাণঘাতী ভাইরাসের আতঙ্কে সারা বিশ্বই স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রথম বলা হচ্ছিল জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট এগুলিই কোভিড ১৯ এর উপসর্গ। কিন্তু ছাড়াও নতুন করে আরও ৬ রকমের উপসর্গ দেখা দিতে পারে করোনায় আক্রান্ত হলে। এমনই জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর বিশেষজ্ঞরা।

নতুন ছয় উপসর্গ : সিডিসি-র বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ৬ টি উপসর্গের মধ্যে রয়েছে, প্রচণ্ড শীত করা, কাঁপুনি দিয়ে জ্বর আসা, গায় হাত পায় ব্যাথা, মাথার যন্ত্রণা, গলা ব্যথা ও স্বাদ ও গন্ধ না পাওয়া।

আগে বলা হচ্ছিল, জ্বর, কাশি ও শ্বাসকষ্টই এই প্রাণঘাতী রোগের উপসর্গ। কিন্তু সকলের উপসর্গই এক রকমের নয়। সিডিসি তাদের ওয়েবসাইটে লিখছে, কোভিড ১৯ এ আক্রান্তের নানা রকমের উপসর্গ দেখা দিতে পারে। সামান্য থেকে সাংঘাতিক উপসর্গ দেখা দিতে পারে। এই ভাইরাসের সংস্পর্শে আসার ২ থেকে ১৪ দিনের মধ্যে উপসর্গগুলি দেখা দিতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin