রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

সুখবর- প্লাজমা চিকিৎসায় সেরে উঠলেন করোনা রোগী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪৭০ Time View

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে কাজ চলছে ভারতে। তবে লকডাউন কতদিন চলবে সেবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল মঙ্গলবার এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগেই চিন্তা বাড়িয়ে দিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার শনাক্ত হওয়ার রিপোর্টটি। সেখানে ১ হাজার ৯৭৫ জন করোনা রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

গতকাল রবিবার দেশটিতে মারা গেছেন আরও ৪৭ জন। আজ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন যদিও দাবি করেন, ভারতে ‘হটস্পট’ জেলার সংখ্যা কমে আসছে। তবে সে ব্যাপারে কোনো পরিসংখ্যান দেননি তিনি।

অপরদিকে আশার খবরও হয়েছে, লাইফ সাপোর্টে যাওয়া এক রোগী প্লাজমা-চিকিৎসায় সেরে উঠেছেন। দিল্লির বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এ দাবি করেছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এ রোগ থেকে সেরে ওঠা কোনো ব্যক্তির প্লাজমা বা রক্তরস প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা কত দূর কার্যকর হতে পারে, সেই চর্চা চলছিল। দিল্লির বেসরকারি একটি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেখানে ভর্তি-হওয়া ৪৯ বছর বয়সী করোনা আক্রান্তকে ৭ দিন আগে লাইফসাপোর্টে নেয়া হয়েছিল।

তবে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পরিবারের অনুমতি নিয়েই করোনা-সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তির প্লাজমা তার শরীরে পুশ করে চিকিৎসা শুরু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চতুর্থ দিনের পর থেকেই সুস্থ হয়ে উঠতে থাকেন ওই রোগী। আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin