বুধবার, ০১ মে ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

যাঁরা একা, তাঁরা প্লিজ যৌনসঙ্গী খুঁজে নিন! লকডাউনে দাওয়াই দিল এই দেশ…

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৫৬৫ Time View

যাঁদের নির্দিষ্ট কোনও যৌনসঙ্গী নেই, তাঁরা করোনাভাইরাসের এই লকডাউন চলাকালীন একজন যৌনসঙ্গী খুঁজে নিন। দেশের নাগরিকদের এমনই পরামর্শ দিল নেদারল্যান্ডসের প্রশাসন। লকডাউনের সময় বাড়িতে থাকাকালীন একে অপরের সঙ্গে দেড় মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশে তুমুল সমালোচনার পর এই নির্দেশ জারি করেছে সে দেশের ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (RIVM)। নিজের পছন্দ মতো সেক্স-পার্টনার খুঁজে নিতে বলেছেন কর্তপক্ষ।

২৩ মার্চ, ২০২০ থেকে শুরু হওয়া লকডাউনে নেদারল্যান্ডসে প্রতিটি বাড়িতে তিন জন অতিথি যাওয়ার অনুমতি ছিল। তবে প্রত্যেকের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। একে তাঁরা ‘ইন্টেলিজেন্ট’ বা বুদ্ধিমান লকডাউন নাম দিয়েছিলেন। RIVM-এর বিজ্ঞানীরাই এমন নির্দেশিকা জারি করেছিলেন। তবে এমন পরিস্থিতিতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই নির্দিষ্ট করে একজন যৌনসঙ্গী বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

কীভাবে বাড়িতে একসঙ্গে থাকা যায় দিনের পর দিন তা নিয়ে বলতে গিয়েই RIVM-এর বিজ্ঞানীদের বক্তব্য, ‘একই মানুষের সঙ্গে যখন আপনি দীর্ঘ সময় কাটাচ্ছেন, শারীরিক ভাবে কাছে আসছেন তখন আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। আপনারা নিজেরাই ঠিক করে নিন সেই সঙ্গী। এতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কম হবে।’

একইসঙ্গে RIVM-এর পরামর্শ, ‘যদি আপনি সম্পর্কে থাকেন এবং আপনার পার্টনার যদি করোনাভাইরাসে আক্রান্ত হন বা উপসর্গ থাকে, তাঁকে যদি কোয়ারানটিনে রাখতে হয় তখন যৌন সম্পর্ক বন্ধ রাখুন। প্রয়োজনে মাস্টারবেট করুন এবং যৌনতা সম্পর্কিত কথা বলে উপভোগ করুন। কিন্তু দূরত্ব বজায় রাখুন।’

লকডাউনের শুরুর দিকে ইউকে প্রশাসনও এমন নির্দেশিকা জারি করেছিল সংক্রমণ ঠেকাতে। সেখানকার চিফ মেডিক্যাল অফিসার বলেছিলেন, ‘এই সময়টা একে অপরের পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে তাঁদের সম্পর্ক কতটা শক্তিশালী।’ নেদারল্যান্ডসেও এমনই নির্দেশ দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসে গত সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে স্যালোঁ, বিউটি পার্লার। ১ জুন থেকে খুলবে রেস্তোরাঁ, বার ও সিনেমাহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin